Menu Close

আমরা কেন পাল্টাই না?

এই বছর১৫ই আগস্ট ২০২১ KFI কলকাতা কেন্দ্র একটি আলোচনা চক্রের আয়োজন করেছিল। অনলাইনের এই আলোচনার বিষয় বস্তু ছিল

“আমরা কেন পাল্টাই না?”

আমরা নিজেরা লক্ষ করেছি যে বহু মানুষ আছেন যাঁরা বাংলা ভাষাতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। অনেক বন্ধু নিজেরাই তাঁদের অসুবিধার কথা আমাদের সরাসরি জানিয়েছেন। তাঁদের অনুরোধেই আমাদের আলোচনা বাংলা ভাষায় করা হয়েছিল।আমাদের মনে হয়েছে আমরা এভাবে কৃষ্ণমূর্তির চিন্তা ভাবনা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে পারব।

মানবদরদী জিড্ডু কৃষ্ণমূর্তি লক্ষ করেছেন সারা বিশ্বের মানুষ বহু যুগ ধরেই তাঁদের দৈনন্দিন জীবনে বিভ্রান্তি, উদ্বেগ,নিরাপত্তাহীনতা, অনিশ্চয়তা, ভয়ের মধ্যে বাঁচছেন। তিনি এটাও দেখেছেন জাতীয়তাবাদ, মানসিক বিচ্ছিন্নতা,সঙ্কীর্ণতা, যুদ্ধ, ভয় ইত্যাদি তাঁদের জীবন দুর্বিষহ করে তুলেছে।

তিনি তাঁদেরকে প্রশ্ন করছেন, “এই অবস্থায় তোমরা নিজেদের কি প্রশ্ন করছ, কেন আমি পাল্টাচ্ছি না?”

প্রশ্নটি অবশ্যই গুরুত্বপূর্ণ। এর গুরুত্ব অনুভব করে বাংলা ভাষায় বিষয়টি নিয়ে পারস্পরিক আলাপ আলোচনার  আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *