Menu Close

অনুদান

১৯৬৯ সালে জিড্ডু কৃষ্ণমূর্তি (১৮৯৫ – ১৯৮৬)কৃষ্ণমূর্তি ফাউণ্ডেশন” প্রতিষ্ঠা করেছিলেন, যাঁকে সবাই বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট মনস্তাত্ত্বিক ও আধ্যাত্মিক ব্যক্তিত্ব হিসাবে গণ্য করেন। তিনি কোন ঐতিহ্যের দ্বারা বদ্ধ ছিলেন না, কোন ধর্ম বা জাতীয়তাবাদের কাছে আনুগত্য স্বীকার করতেন না। মানবজাতিকে তার শর্তাবদ্ধ এবং প্রভাবিত মনের ধ্বংসাত্মক সীমাবদ্ধতা থেকে নিঃশর্তে মুক্ত করাই তাঁর উদ্দেশ্য ছিল।

ভারতবর্ষে জে.কৃষ্ণমূর্তির শিক্ষার প্রচার ও সংরক্ষণ করাই তাঁর ফাউণ্ডেশনের উদ্দেশ্য।

এই কাজটি তাঁরা নানাবিধ বৈচিত্রপূর্ণ কার্যক্রমের মধ্যে দিয়ে করে থাকেন। এর মধ্যে আছে প্রকাশনী বিভাগ, নানাবিধ বিদ্যালয় (ঋষি ভ্যালী, বাঙ্গালোর, চেন্নাই, বারানসী, পুনার নিকটবর্তী সহ্যাদ্রি ইত্যাদিও এর সঙ্গে যুক্ত), আবাসিক সেমিনারের আয়োজন করা, কথালাপের মধ্য দিয়ে শিক্ষামালার মধ্যকার নানা প্রসঙ্গ খতিয়ে দেখা এবং ফাউণ্ডেশনের নিভৃতাবাস কেন্দ্রগুলিকে গভীর চিন্তাভাবনা এবং অধ্যয়নের উদ্দেশ্যে ব্যবহার করা। ঋষি ভ্যালী এবং বারানসীর গ্রামগুলিতে শিক্ষার প্রসার ও স্বাস্থ্যের উন্নতির জন্যও এই ফাউণ্ডেশন কাজ করে চলেছে।

আমাদের কলকাতা কেন্দ্রও সেই বৃহত্তর প্রয়াসের অংশ হিসাবে নিজেদের কাজ করে চলেছে। আমাদের গ্রন্থাগারে বইয়ের এবং ভিডিওর যে বিশাল সম্ভার আছে তা আত্মানুসন্ধানের সুযোগ করে দেয়। এছাড়াও সম্মিলিত আলাপ-আলোচনা এবং নিভৃতাবাসের আয়োজনের মাধ্যমে কলকাতা কেন্দ্র কৃষ্ণমূর্তির শিক্ষার বিভিন্ন দিক অনুসন্ধান করার সহজ সুযোগ করে দেয়। এই কেন্দ্রটি বিভিন্ন বইমেলাতেও অংশগ্রহণ করে থাকে যাতে সাধারণ মানুষের কাছে এই বইগুলি সহজলভ্য হয়।

আমাদের লক্ষ্য ও প্রচেষ্টা হল জে কৃষ্ণমূর্তির বইগুলি বঙ্গানুবাদ করে পশ্চিমবঙ্গের ক্রমশ বেশি সংখ্যক মানুষের কাছে সহজলভ্য করে তোলা।

আমাদের কলকাতা কেন্দ্রের যা কিছু প্রচেষ্টা তার উদ্দেশ্য হল জে কৃষ্ণমূর্তির শিক্ষা সম্বন্ধে মানুষকে অবহিত করে তোলা। আমাদের উদারমনস্ক দাতাদের মহানুভবতা আমাদের এই সমস্ত কাজ করার সামর্থ্য যোগায়। আমাদের মতো কেন্দ্রগুলি আমাদের শুভাকাঙ্ক্ষীদের অনুদানের উপরই নির্ভরশীল। এঁরা চান যাতে আমরা আমাদের এই প্রচেষ্টা চালিয়ে যেতে পারি। আপনাদের জানানো হচ্ছে যে এই সমস্ত অনুদান u/s 80G ধারা অনুযায়ী করমুক্ত এবং এর জন্য কলকাতা কেন্দ্র আপনাদের শংসাপত্রও দেন। আমরা সমস্ত রকম অনুদানকে স্বাগত জানাই।

আমাদের ব্যাঙ্কের বিশদ বিবরণ –

Account name: Krishnamurti Foundation India – Kolkata

Account Number: 00141110004576
Bank: HDFC Bank
IFSC Code: HDFC0000014
Bank Branch: Central Plaza, Kolkata

আমাদের এই কেন্দ্রে আসার জন্য আপনাদের আমন্ত্রণ জানাই এবং আপনাদের পরামর্শ ও ধ্যানধারণা আমাদের সাথে ভাগ করার মধ্য দিয়ে আপনারা আমাদের এই প্রচেষ্টার সঙ্গে যুক্ত হবেন এটা আমাদের অনুরোধ।

kfikolkata@gmail.com এই ইমেলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।