Menu Close

লাইব্রেরি

কলকাতা অধ্যয়ন কেন্দ্র

কটক নিবাসী প্রয়াত জে কে পট্টনায়ক ১৯৮৯ সালে আত্ম-অনুসন্ধান কেন্দ্র হিসাবে আমাদের এই কলকাতার অধ্যয়ন কেন্দ্রটি তৈরী করেন। আমরা তাঁর কাছে বিশেষভাবে ঋণী। তিনি ভারতবর্ষ এবং বিদেশের বিস্তীর্ণ জায়গায় ভ্রমণ করেন এবং কৃষ্ণমূর্তির শিক্ষায় গভীরভাবে প্রভাবিত হন। ভ্রমণকালে তিনি নানা দুস্প্রাপ্য বই সংগ্রহ করেন, সেই বইগুলির অনেকাংশ আমাদের এই গ্রন্থাগারের সম্ভার। তিনি মনেপ্রাণে উপলব্ধি করতেন যে গভীর মনোযোগ সহকারে আত্ম-অনুসন্ধান এবং শিক্ষামালা অধ্যয়নের জন্য একটি উপযুক্ত স্থান খুবই প্রয়োজন। ২০০৬ সালে তিনি তাঁর এই অধ্যয়ন কেন্দ্রটি কৃষ্ণমূর্তি ফাউণ্ডেশন ইন্ডিয়া-কে হস্তান্তর করেন। আপনাদের প্রাত্যহিক কাজকর্মের সূচি থেকে ছোট্ট একটি বিরতি নিয়ে আত্ম উপলব্ধি ও নিজেকে আবিষ্কার করার একটি জায়গা হিসেবে আমাদের এই অধ্যয়ন কেন্দ্রটি আপনাদের কাছে হাজির করছি।

এটাই সেই আত্ম-অনুসন্ধানের শান্তির নীড়।

আমার যদি পাঠকক্ষে যাওয়ার ব্যাপার থাকত তবে আমি সর্বপ্রথমে শান্ত হতে চাইতাম। সেখানে বাড়ির ঝামেলা, ব্যবসার চিন্তাভাবনা ইত্যাদি সমস্যা নিয়ে যেতাম না। আমি এটাও ভাবতাম যে, আমি চাই যে কৃষ্ণমূর্তি যা বলেছেন সেটাই সম্পূর্ণরূপে আমার জীবনের একটা অংশ হোক, শুধুমাত্র কৃষ্ণমূর্তিকে জানা বা তাঁর কথাগুলো বারবার আওড়ানো নয়। বরঞ্চ, প্রত্যেকবার তাঁর শিক্ষা অধ্যয়ন করার সময় আমি তার সমগ্রটাই অঙ্গীভূত করে নিতাম, এখানওখান থেকে একটু একটু করে কিছু অংশ বা শুধুমাত্র যে অংশটা আমার ভাল লেগেছে সেটুকুই নিতাম তা নয়।  কৃষ্ণমূর্তি যা বলছেন সেটা অধ্যয়ন করার জন্য আমি গেলে আমি তাঁর বক্তব্য পর্যালোচনা করতাম, নানা প্রশ্ন তুলতাম, সংশয় প্রকাশ করতাম, শুধুমাত্র কিছু একটা পড়ে নিয়ে চলে আসতাম তা নয়। 

– জে কৃষ্ণমূর্তি

আমাদের গ্রন্থাগার অনুসন্ধান করুন।

আমাদের কলকাতা অধ্যয়ন কেন্দ্রে আসুন।

আমাদের গ্রন্থাগারে বিভিন্ন রকমের বইয়ের সংগ্রহ আছে যেমন –

  • জে কৃষ্ণমূর্তি
  • ধর্মতত্ত্ব
  • দর্শন
  • ধর্ম
  • মনসতত্ত্ব
  • জ্যোতিষশাস্ত্র
  • অতীন্দ্রীয়বাদ
  • যোগক্রীয়া
  • স্বাস্থ্য এবং ঔষধ
  • বিবিধ

যাঁরা কৃষ্ণমূর্তির কণ্ঠে তাঁর শিক্ষামালার কথা শুনতে চান তাঁদের জন্য এই কেন্দ্রে ভিডিও ভাষণ দেখানোর ব্যবস্থা আছে। শিক্ষামালার বিষয়ে গভীর অনুসন্ধানের জন্য নিভৃতাবাস এবং দলবদ্ধ আলোচনার ব্যবস্থা করে থাকে। 

আমাদের অধ্যয়ন কেন্দ্র এবং গ্রন্থাগার মঙ্গলবার থেকে রবিবার খোলা থাকে –

মঙ্গলবার থেকে শুক্রবার – দুপুর ১২ টা থেকে সন্ধ্যা ৫ টা অবধি

শনিবার থেকে রবিবার – বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৮ টা অবধি

আরও তথ্য অনুসন্ধানের জন্য অনুগ্রহ করে kfikolkata@gmail.com –এ যোগাযোগ করুন।